দুর্ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮ জন রোগী। বাকি ৪০ জনকে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন, আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে। কীভাবে আগুন লাগল জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। নেতৃত্বে তাকবেন স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সঙ্গীতা সিংহ,৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গুজরাতের নভরংপুরায় করোনা হাসপাতালে আগুন, মৃত ৮ রোগী, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Aug 2020 09:25 AM (IST)
দুর্ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮ জন রোগী। বাকি ৪০ জনকে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল এখনও জানা যায়নি।
আমদাবাদ: গুজরাতের আমদাবাদের এক হাসপাতালে আগুনে মারা গেলেন ৮ জন রোগী। ওটি করোনা হাসপাতাল, রোগীদের সকলেরই করোনা চিকিৎসা চলছিল। অন্য জনাচল্লিশেক রোগীকে পাঠানো হয়েছে অন্যান্য হাসপাতালে। নভরংপুরা এলাকার শ্রেয় হাসপাতালে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এক বিস্ফোরণের জেরে হাসপাতালটিতে আগুন ধরে যায়। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা, তাঁরা সকলেই আইসিইউ-তে ছিলেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি ও আমদাবাদের মেয়রের সঙ্গে।