নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় সরকারের অধীনে এল ডিজিট্যাল ও অনলাইন মিডিয়া। আজ এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ফলে ডিজিট্যাল সংবাদমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম সরকারের আওতায় আসছে। তবে ডিজিট্যাল সংবাদমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম সেন্সরশিপের আওতায় আসবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও শোনা যাচ্ছে, ওয়েব পোর্টাল এবং ওটিটি প্ল্যাটফর্মকে সেন্সরশিপের আওতায় আনার জন্য নতুন করে নীতি প্রণয়ন করতে পারে কেন্দ্র।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘অনলাইন কনটেন্ট প্রোভাইডারে চলচ্চিত্র ও অডিও ভিস্যুয়াল অনুষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে খবর ও সাম্প্রতিক ঘটনাবলি বিষয়ক অনুষ্ঠানগুলিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার জন্য ১৯৬১ সালে জারি হওয়া আইন (অ্যালোকেশন অফ বিজনেস) সংশোধন করা হয়েছে। এটিকে কেন্দ্রীয় সরকারের ৩৫৭-তম সংশোধনী আইন, ২০২০ বলা যেতে পারে। নয়া নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন সংবাদমাধ্যম কেন্দ্রের অধীনে এসে গেল।’
ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সরকারের অধীনে আনার জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে গত মাসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাব তলব করে সুপ্রিম কোর্টে। এরপরেই এই নির্দেশিকা জারি করল কেন্দ্র।
জারি হল নির্দেশিকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন সংবাদমাধ্যম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2020 04:02 PM (IST)
ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সরকারের অধীনে আনার জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -