নয়াদিল্লি: তথ্য-প্রযুক্তি সংক্রান্ত নতুন নিয়ম জারি করার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই বৈঠকে উপস্থিত ছিলেন এবিপি সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বৈঠকে নতুন নিয়ম সম্পর্কে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম জারি করেছে, তার ভিত্তিতে ডিজিট্যাল নিউজ পাবলিশার্সদের উপর কিছু দায়িত্ব বর্তাচ্ছে বলে জানিয়েছেন জাভড়েকর। তিনি আরও জানিয়েছেন, ‘প্রেস কাউন্সিল সাংবাদিকতার নিয়ম-নীতি সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে যে নিয়মের কথা বলা হয়েছে, সেগুলি মেনে চলতে হবে। মানুষের সমস্যা ও অভিযোগ সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করার জন্য ত্রিস্তরীয় অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হয়েছে। যার প্রথম ও দ্বিতীয় স্তরে থাকবে ডিজিট্যাল নিউজ পাবলিশার্স এবং তাদের তৈরি স্বশাসিত সংস্থা।’
বৈঠকের পর ট্যুইট করে জাভড়েকর জানিয়েছেন, ‘ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে বৈঠকের পর আজ ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করলাম। ডিজিট্যাল মিডিয়া সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে আলোচনা করেছি। ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। আমি সেই পরামর্শগুলি শুনেছি।’
ডিজিট্যাল মিডিয়া সংক্রান্ত নতুন নিয়ম অনুসারে, ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে কিছু তথ্য জানাতে হবে। এদিনের বৈঠকে জাভড়েকর বলেন, ‘সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলিরও ডিজিট্যাল মিডিয়া শাখা আছে। সেখানে বিষয়বস্তু প্রায় একই। তবে কিছু বিষয়বস্তু শুধু ডিজিট্যাল প্ল্যাটফর্মেই থাকে। তাছাড়া কয়েকটি সংবাদমাধ্যম শুধু ডিজিট্যাল প্ল্যাটফর্মেই আছে। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলিতে সংবাদের বিষয়বস্তু সংক্রান্ত যে নিয়ম রয়েছে, তার সঙ্গে ডিজিট্যাল মিডিয়াকে একই সারিতে নিয়ে আসার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।’
ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নতুন নিয়মকে স্বাগত জানিয়ে বলেছেন, অডিও ভিস্যুয়াল ও প্রিন্ট মিডিয়া দীর্ঘদিন ধরেই কেবল টেলিভিশন নেটওয়ার্ক ও প্রেস কাউন্সিলের আইন মেনে চলছে। ডিজিট্যাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা হয়। তাই যে সংবাদমাধ্যমগুলি শুধু ডিজিট্যাল প্ল্যাটফর্মেই রয়েছ, সেগুলির চেয়ে ডিজিট্যাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে আলাদা করে দেখতে হবে।