নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ বলা নিয়ে বিজেপি-র আক্রমণের পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তাঁর চ্যালেঞ্জ, দেশ-বিরোধী ও পাকিস্তানের সমর্থক বলে যে অভিযোগ করছেন বিজেপি নেতারা, এর ভিত্তিতে পারলে মামলা করুন প্রধানমন্ত্রী।



গতকাল ট্যুইটে পুলওয়ামার হামলাকে ‘দুর্ঘটনা’ বলে বিতর্কে জড়ান দিগ্বিজয়। এরপরেই তাঁকে আক্রমণ করতে থাকেন বিজেপি নেতারা। পাল্টা ট্যুইট করে মোদির উদ্দেশে দিগ্বিজয় বলেন, ‘যে ট্যুইট নিয়ে আপনি ও আপনার মন্ত্রীরা আমাকে দেশ-বিরোধী ও পাকিস্তানের সমর্থক বলছেন, সেই ট্যুইট করা হয় দিল্লি থেকে। সেখানকার পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। আপনার যদি সাহস থাকে, আমার বিরুদ্ধে মামলা করুন।’



দিগ্বিজয় আরও বলেছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছেন মোদি? তিনি এখনও দেশকে জানাননি, এর জন্য কে দায়ী। মোদিজি কি কাউকে দায়ী করছেন? তিনি কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ইন্টেলিজেন্স ব্যুরো বা র-এর প্রধানের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন?’



দিগ্বিজয় একটি ভিডিও রি-ট্যুইট করেছেন, যেটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য পুলওয়ামায় জঙ্গি হামলাকে ‘বড় দুর্ঘটনা’ বলছেন। এই ভিডিও নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন দিগ্বিজয়।



অন্যদিকে, কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরজেওয়ালার দাবি, রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। সূরজেওয়ালা বলেছেন, ‘রাফাল চুক্তিতে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ প্রকাশ্যে এসে গিয়েছে। এটা এখন স্পষ্ট, দাসো অ্যাভিয়েশনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিজের দফতরের অপব্যবহার করেছেন প্রধানমন্ত্রী মোদি।’