কালবুর্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেওয়ার আগে বিজেপি-তে যোগ দিলেন কর্ণাটকের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক উমেশ যাদব। তাঁকে স্বাগত জানান কর্ণাটকের বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার সহ দলীয় নেতারা। নয়া দলে যোগ দিয়ে উমেশ বলেছেন, ‘বিজেপি-তে যোগ দিয়ে আমি খুশি ও গর্বিত।’
সোমবারই কর্ণাটকের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন উমেশ। দলত্যাগ-বিরোধী আইনে আরও তিন বিধায়কের সঙ্গে তাঁরও পদ খারিজ করার দাবি জানিয়েছিল কংগ্রেস। তবে সেই সুযোগ না দিয়েই বিধানসভার স্পিকার রমেশ কুমারের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন উমেশ। এরপর আজ তিনি বিজেপি-তে যোগ দিলেন। বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে গুলবর্গা কেন্দ্র থেকে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে উমেশকে। ৯ বারের বিধায়ক ও দু’বারের সাংসদ খাড়গে কোনওদিন নির্বাচনে হারেননি। এবার তাঁকে কড়া প্রতিদন্দ্বিতার মুখে ফেলে দিতে পারেন উমেশ।
মোদির জনসভায় বিজেপি-তে যোগ কর্ণাটকের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক উমেশ যাদবের, বললেন, আমি গর্বিত
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2019 02:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -