নয়াদিল্লি: বাইরের কোনও শক্তির দ্বারা চালিত হতেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এমনই বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি কুরিয়েন জোশেফ। তিনি অবসর নেওয়ার কয়েকদিন পরেই বলেছেন, ‘তৎকালীন প্রধান বিচারপতি বাইরের কোনও শক্তির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করতেন। বাইরের কোনও শক্তি তাঁকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালনা করত। বিচারবিভাগের কাজেও প্রভাব ফেলছিল বাইরের কোনও শক্তি।’

এর আগে গত ১২ জানুয়ারি জোশেফ সহ চার বিচারপতি সাংবাদিক বৈঠকে প্রধান বিচারপতি মিশ্রর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ২৯ নভেম্বর অবসর গ্রহণ করেছেন জোশেফ। এরপর তিনি ফের মিশ্রকে তোপ দেগেছেন। তবে কোনও রাজনৈতিক দল বা সরকার মিশ্রর উপর চাপ সৃষ্টি করছিল কি না, সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জোশেফ। তাঁর দাবি, বিচারপতিদের মনে হয়েছে, পক্ষপাতিত্ব করতেন প্রধান বিচারপতি। তিনি এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে চান না।

জোশেফ আরও বলেছেন, তাঁরা সাংবাদিক বৈঠক করার পর বিচারবিভাগের কাজকর্মে বদল এসেছে। প্রধান বিচারপতি মিশ্র অবসর নেওয়ার পর রঞ্জন গগৈ দায়িত্ব নিয়ে ভালভাবে কাজ করছেন। এখন বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করছে।

জোশেফের এই নয়া দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। দলীয় মুখপাত্র অভিষেক মনু সিংভির দাবি, বিচারপতি জোশেফের বক্তব্যে তাঁদের অভিযোগই প্রমাণিত হল। বিচারবিভাগের সর্বোচ্চ স্তরে হস্তক্ষেপ করছে সরকার। এ বিষয়ে সংসদীয় ও বিচারবিভাগীয় তদন্ত চাই। প্রাক্তন প্রধান বিচারপতি, সরকার বা বিজেপি-র পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।