ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে তবলিগি জামাতের যোগ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশের ৩০ শতাংশ করোনা আক্রান্তের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তবলিগি জামাতের যোগ আছে। এই বিষয়টি নিয়ে নিয়ে অনেকেই সরব হয়েছেন। এতেই কুয়েত, আমিরশাহীর মতো দেশগুলির মনে হয়েছে, ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘মুসলিম-বিরোধী’ পোস্ট করার অভিযোগে উপসাগরীয় দেশগুলিতে থাকা একাধিক ভারতীয়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন ভারতীয় রাষ্ট্রদূত। বৈষম্য করা আমাদের নীতি নয়, আমাদের চরিত্রেই এটা নেই, ভারতে ‘ইসলামভীতি’ প্রসঙ্গে ট্যুইট আমিরশাহিতে থাকা রাষ্ট্রদূতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2020 12:26 PM (IST)
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘করোনা ভাইরাস কারও জাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না।’ সেটাও উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত।
Jammu: Passengers wear masks a precautionary measure against the coronavirus pandemic, at a railway station, in Jammu, Wednesday, March 18, 2020. (PTI Photo)(PTI18-03-2020_000101B)
নয়াদিল্লি: ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে আরব দুনিয়ায় যে ধারণা তৈরি হয়েছে, তা খারিজ করে দিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কপূর। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যে কোনও পরিস্থিতিতে বৈষম্য না করার মূল্যবোধে বিশ্বাসী। বৈষম্য আমাদের নৈতিক চরিত্র ও আইনের বিরোধী। সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা ভারতীয়দের এটা মাথায় রাখা উচিত।’ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘করোনা ভাইরাস কারও জাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না।’ সেটাও উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত।