এই প্রাক্তন ক্রিকেটার গতকাল ভারতে একদিনে নতুন করে সংক্রমণ সংখ্যা সর্বোচ্চ ৪৫,৭২০ হওয়ায় ট্যুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। করোনা ভাইরাস এ দেশে ছড়িয়ে পড়ার পর থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করে আসা হরভজন লিখেছেন, ‘শীঘ্রই দিনে এক লাখ করে সংক্রমণ হতে চলেছে। কারও কি মাথাব্যথা আছে?’
ঘটনাচক্রে করোনা অতিমারী পর্বে দুনিয়াব্যাপী জাল ছড়ানোর পিছনে দেশের সংখ্যাগরিষ্ঠ জনতার মতোই চিনকে নিশানা করেছেন ভাজ্জিও। শুধু কোভিড-১৯ এর জন্য নয়, সীমান্ত বিরোধ, সংঘাতের জন্যও ‘বয়কট চিন’ প্রচারে সাড়া দিয়ে তিনিও আর চিনা সামগ্রী ব্যবহার করবেন না বলে শপথ ঘোষণা করেছেন।
বিশেষজ্ঞদের অভিমত, যে দ্রুত হারে সংক্রমণ বাড়ছে, তাতে অচিরেই প্রতিদিন নতুন করে এক লক্ষ লোকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ভ্যাকসিন না বেরনো পর্যন্ত সামাজিক দূরত্ববিধি মেনে ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন।
মার্কিন বহুজাতিক কোম্পানি ফাইজার সম্প্রতি কোভিড-১৯ ভ্য়াকসিনের ১০০ মিলিয়ন ডোজ সরবরাহের ব্যাপারে মার্কিন সরকারের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। ভ্যাকসিনটি তৈরি হয়েছে তাদের জার্মান সহযোগী সংস্থা বায়োএনটেকের সঙ্গে। পিফাইজার বলেছে, ভ্য়াকসিনটি আগামী অক্টোবর নাগাদ তৈরি হয়ে যাবে, বাজারে আসবে বছর শেষে।