নয়াদিল্লি: ২০১৫ সালের আগস্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র ৭০০ টাকা। কিন্তু ২০১৮ সালের এপ্রিলে সম্পত্তির পরিমাণ হয়ে যায় ৭৫ লক্ষ টাকারও বেশি। চেন্নাইয়ের পেট্রোলিয়াম এক্সপ্লোসিভস অ্যান্ড সেফটি অর্গানাইজেশনের প্রাক্তন যুগ্ম চিফ কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভস এ কে যাদবের পরিচারিকা সরিতার সম্পত্তি এভাবে বৃদ্ধি পাওয়া নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। বেআইনিভাবে সম্পত্তি বৃদ্ধি করার অভিযোগে যাদব, সরিতা ছাড়াও যাদবের সহকারী টিভিকে কুমারেসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


সিবিআই সূত্রে খবর, ২০১৫ সালের ১২ আগস্ট পেট্রোলিয়াম এক্সপ্লোসিভস অ্যান্ড সেফটি অর্গানাইজেশনের যুগ্ম চিফ কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভস পদে বসেন যাদব। তিনি অবসর নেন ২০১৮ সালের ৭ এপ্রিল। এই সময়ের মধ্যে তাঁর বৈধ আয় ৩১. ৭৬ লক্ষ টাকা হলেও, নিজের ও সরিতার নামে ১.৩৭ কোটি টাকার সম্পত্তি জোগাড় করেন। বেআইনি সম্পত্তির পরিমাণ ৯৮.৮৯ লক্ষ টাকা। সরিতার অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়ে হয় ৩০.৯৪ লক্ষ টাকা এবং স্থাবর সম্পত্তি বেড়ে হয় ৪৪.৩৫ লক্ষ টাকা। ২০১৫ সালের আগস্ট থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত বেতন হিসেবে মোট ২.৬৬ লক্ষ টাকা পান সরিতা। বাকি সম্পত্তি যাদব ও তাঁর স্ত্রী পুশার নামে ছিল। সরিতাকে ব্যবহার করে নিজের বেআইনি সম্পত্তি আড়াল করতে চেয়েছিলেন যাদব। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।