নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে তাঁর রাফাল চুক্তি নিয়ে কোনও কথাই হয়নি বলে দাবি করলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তিনি রাহুলকে লেখা চিঠিতে বলেছেন, ‘আমি মারণরোগের বিরুদ্ধে লড়াই করছি। আমি প্রশিক্ষণ এবং ভাবাদর্শগত শক্তির সাহায্যে সব বাধা অতিক্রম করে গোয়ার মানুষের জন্য কাজ করে চলেছি। আমি ভেবেছিলাম মানুষের জন্য কাজ করার বিষয়ে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য দেখা করতে এসেছিলেন। আমার ধারণা ছিল না আপনার সাক্ষাতের অন্য উদ্দেশ্য ছিল। একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না।’


গতকাল পানাজিতে গোয়া বিধানসভায় পর্রীকরের সঙ্গে দেখা করেন রাহুল। এর কয়েকঘণ্টা পরেই কেরলের কোচিতে কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধুরা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পর্রীকর স্পষ্ট জানিয়েছেন, তিনি রাফাল যুদ্ধবিমানের নতুন চুক্তির বিষয়ে কিছুই জানেন না। অনিল অম্বানীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদি সেই চুক্তি করেছেন।’ রাহুলের এই বক্তব্য অস্বীকার করে পর্রীকর বলেছেন, ‘আপনার সঙ্গে আমার সাক্ষাতে রাফাল নিয়ে কোনও কথাই হয়নি।’



বিজেপি সভাপতি অমিত শাহও এই ইস্যুতে ট্যুইট করে রাহুলকে আক্রমণ করে বলেছেন, ‘একজন অসুস্থ ব্যক্তির নাম করে মিথ্যে বলে রাহুল গাঁধী দেখিয়ে দিয়েছেন, তিনি কতটা অসংবেদনশীল। আপনার দায়িত্বজ্ঞানহীন আচরণে দেশের মানুষ বিরক্ত। নিজস্ব ভঙ্গিতে মনোহর পর্রীকর আসল কথা বলে দিয়েছেন।’