টুইটারে মন্ত্রী লিখেছেন, শুক্রবার দিল্লিতে সীতা মায়ের বাবা রাজা জনকের ভূমিকায় অভিনয় করার সৌভাগ্য হল। আমার শৈশব কেটেছে লালকেল্লা আর চাঁদনি চকের রামলীলা দেখে। কিন্তু মঞ্চে রামলীলায় অভিনয়ের এই অভিজ্ঞতা সারা জীবন সঙ্গে থাকবে, রোমাঞ্চিত করবে আমাকে।
হর্ষবর্ধন আরও লিখেছেন, রাজা জনকের ভূমিকায় নিজের অভিনয় দেখে তিনি নিজেই অবাক হয়েছেন। সম্ভবত রামচন্দ্র ও সীতা মায়ের আশীর্বাদেই তাঁর অভিনয় মানুষের আকাঙ্খা পূরণ করতে পেরেছে।
দেখুন তাঁর অভিনয়ের ভিডিও