হায়দরাবাদ: তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) জনসভায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সাংসদ বালকা সুমনকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন আর গত্তাইয়া নামে এক ব্যক্তি। প্রিয় নেতা বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী না হওয়াতেই ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। গত্তাইয়া সহ মোট ১৬ আহত হয়েছেন। টিআরএস নেতা-কর্মীরা সাংসদকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ তেলঙ্গানার মানচেয়িরায়ল জেলায় টিআরএস-এর এক সভায় এই ঘটনা ঘটে। গত্তাইয়া নিজের গায়ে পেট্রোল ঢালার পর সাংসদের গায়েও পেট্রোল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। একটি ল্যাম্পে সেই পেট্রোল গিয়ে লাগে। ল্যাম্পটি ফেটে গিয়ে আগুন ধরে যায়। এতেই ১৬ জন আহত হন। গত্তাইয়ার শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। অন্যদের আঘাত সামান্য। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমনের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনে দল তাঁকে চেন্নুর থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়াতেই খুনের চেষ্টা করেছেন বর্তমান বিধায়ক নাল্লালা ওদেলুর এক অনুগামী। তবে তিনি চেন্নুর থেকেই প্রার্থী হবেন।
দলীয় সভায় টিআরএস সাংসদকে জ্বালিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2018 08:58 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -