মানব বাহিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা
Web Desk, ABP Ananda | 11 Sep 2019 11:11 PM (IST)
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে পরীক্ষার সময় টার্গেটে নিখুঁতভাবে নিশানা করে এই ট্যাঙ্ক।
নয়াদিল্লি: মানব বাহিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা। আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে পরীক্ষার সময় টার্গেটে নিখুঁতভাবে নিশানা করে এই ট্যাঙ্ক। ভারতীয় সেনাবাহিনী এই নিয়ে তৃতীয়বার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল করল। শত্রুপক্ষের ট্যাঙ্ক হানা দিলে তা হলে রুখে দেবে এই মিসাইল।