কলকাতা: দেড় মাস বাকি বাঙালির সবথেকে বড় উৎসবের। কেমন হতে চলেছে করোনাকালে দুর্গোৎসব? সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে মানুষ এবং অবশ্যই পুজো কমিটিগুলো। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হয়। পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চমী থেকে একাদশী, বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এছাড়াও মণ্ডপে ঢোকা-প্রতিমা দর্শন নিয়েও একগুচ্ছ নিয়মবিধি। মণ্ডপের আশেপাশে স্টল সংক্রান্ত নানা বিধিনিষেধ। এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়। হোয়াটসঅ্যাপ ফেসবুক মারফত ছড়িয়ে পড়ে প্রত্যেকের কাছে, শুরু হয় বিভ্রান্তি।


ঘটনাটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সোজাসুজি জানিয়ে দেন দুর্গাপুজোয় কার্ফু জারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।  তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ভেদাভেদ সৃষ্টিতে আইটি সেলকে কাজে লাগাচ্ছে কিছু দল। ব্যবস্থা নেবে পুলিশ। কিন্তু, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এই পোস্ট সম্পূর্ণ মিথ্যে! এই সংক্রান্ত কোনও আলোচনাই হয়নি। যাঁরা এই মিথ্যে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।



নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে এই পোস্টটিকে ভুয়ো বলে জানিয়েছে কলকাতা পুলিশও। এরই সঙ্গে পুলিশ এও জানিয়ে দিয়েছে, যারা এই মিথ্যা পোস্টের সঙ্গে জড়িত, তাঁদের খোঁজ চলছে।

 

করোনা সঙ্কটের মধ্যেই জীবন এগোচ্ছে। আর বঙ্গ জীবনের অঙ্গ হল দুর্গাপুজো।
কিন্তু, তা ঘিরেও সোশাল মিডিয়ায় মিথ্যার বেসাতি করছে কিছু মানুষ। মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা খুশির হাওয়া ফিরবে, একথা বলা যায় নিঃসন্দেহে।

এরই সঙ্গে পুলিশ এও জানিয়ে দিয়েছে, যারা এই মিথ্যা পোস্টের সঙ্গে জড়িত, তাঁদের খোঁজ চলছে!