স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে স্কুল খোলার প্রক্রিয়া শুরু করছে সরকার। তবে করোনা সংক্রমণ এড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কিছু বিধি মেনে চলতে হবে। এই বিধিগুলির মধ্যে রয়েছে-
- ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- মাস্ক পরা বাধ্যতামূলক।
- হাত সাধারণ দৃষ্টিতে ময়লা মনে না হলেও, ৪০ থেকে ৬০ সেকেন্ড ধরে বারবার হাত ধুতে হবে।
- যখনই সম্ভব, অন্তত ২০ সেকেন্ডের জন্য অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
- হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।
- সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং অসুস্থ বোধ করলেই জানাতে হবে।
- কোথাও থুতু ফেলা যাবে না।
- আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে।