ট্রেন্ডিং

'৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', নির্দেশ সুপ্রিম কোর্টের

DA নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন মুখ্যমন্ত্রী ?

বিলাসবহুল জীবনযাত্রা, ঘনঘন পাকিস্তান ভ্রমণ, জ্যোতির পিছনে টাকা ঢালত কে? কেন সে ভরসার পাত্রী?

ব্লগার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, পড়ুয়া- পাকিস্তানের হয়ে ভারতে বসে 'স্পাই'য়ের কাজ করছিল এরা!

'কুমিরের কান্না', কর্নেল কুরেশিকে নিয়ে কুকথায় ক্ষমাপ্রার্থনা মধ্যপ্রদেশের মন্ত্রীর; গ্রহণ করল না সুপ্রিম কোর্ট; SIT গঠন
ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্যাটেলাইট ফোন রেখেছিলেন, আমেরিকার চিকিৎসককে বিমানে উঠতে বাধা পুদুচেরি বিমানবন্দরে
২১ সেপ্টেম্বর থেকে চাইলে অভিভাবকের লিখিত সম্মতি নিয়ে স্কুলে যেতে পারে নবম-দ্বাদশের পড়ুয়ারা, নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের
করোনা সংক্রমণ এড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কিছু বিধি মেনে চলতে হবে।
Continues below advertisement

নয়াদিল্লি: ‘আনলক ৪’-এ এবার স্কুল খোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য ২১ সেপ্টেম্বর থেকে ইচ্ছা করলে স্কুলে যেতে পারে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। তবে তার জন্য বাবা-মা অথবা অভিভাবকের লিখিত অনুমতি প্রয়োজন।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে স্কুল খোলার প্রক্রিয়া শুরু করছে সরকার। তবে করোনা সংক্রমণ এড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কিছু বিধি মেনে চলতে হবে। এই বিধিগুলির মধ্যে রয়েছে-
- ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- মাস্ক পরা বাধ্যতামূলক।
- হাত সাধারণ দৃষ্টিতে ময়লা মনে না হলেও, ৪০ থেকে ৬০ সেকেন্ড ধরে বারবার হাত ধুতে হবে।
- যখনই সম্ভব, অন্তত ২০ সেকেন্ডের জন্য অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
- হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।
- সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং অসুস্থ বোধ করলেই জানাতে হবে।
- কোথাও থুতু ফেলা যাবে না।
- আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে