নয়াদিল্লি: ভারত, পাকিস্তানের বিদেশমন্ত্রীরা নিউইয়র্কে বৈঠকে বসবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে। জানাল বিদেশমন্ত্রক। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ১৪ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনিই বলেছিলেন, আলোচনা ফের শুরুর প্রথম ধাপ হিসাবে আগে কথা বলুন দু দেশের বিদেশমন্ত্রীরা। তারপরই ভারত সরকারের তরফে ইতিবাচক সাড়া দিয়ে এ কথা জানানো হল। সুষমা স্বরাজ ও শাহ মেহমুদ কুরেশির বৈঠকের দিনক্ষণ ঠিক করছে নিউ ইয়র্কে দুদেশের স্থায়ী মিশন। বৈঠকের এজেন্ডা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
প্রসঙ্গত, সীমান্তে পাক বাহিনীর বিএসএফ জওয়ানের গলা কেটে নেওয়ার নৃশংস আচরণের জেরে তৈরি হওয়া অবিশ্বাস, অনাস্থার আবহাওয়ার মধ্যেই বিদেশমন্ত্রীদের বৈঠকের সিদ্ধান্ত জানাল ভারত সরকার। বিদেশমন্ত্রকের স্পষ্ট মত, পাকিস্তানের অনুরোধেই সুষমা, কুরেশির বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুজনে বৈঠকে বসছেন মানে এটা নয় যে, পাকিস্তান সম্পর্কে আমাদের মনোভাব বদলাচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সার্ক বিদেশমন্ত্রীদের বৈঠকেও সুষমা যোগ দেবেন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের তরফে গতকালই জানানো হয়, তারা এ মাসেই বিদেশমন্ত্রীদের বৈঠকের ব্যাপারে তত্পর রয়েছে।
নিউইয়র্কে বৈঠকে বসছেন ভারত-পাক বিদেশমন্ত্রীরা, পাকিস্তান সম্পর্কে মনোভাব বদলের ইঙ্গিত নয়, জানাল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
20 Sep 2018 04:39 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -