পুণে: মহারাষ্ট্রের হিঞ্জওাড়িতে এক ব্যক্তি ও এক নাবালকের লালসার শিকার হওয়া দুই কিশোরীর মধ্যে একজনের মৃত্যু হল বৃহস্পতিবার।
খবরে প্রকাশ, গত রবিবার দুপুরে, একই অঞ্চলের বাসিন্দা বছর ১২-র দুই কিশোরী স্থানীয় মন্দিরে গিয়েছিল। চকোলেটের লোভ দিয়ে তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায় পূর্ব-পরিচিত দুই অভিযুক্ত। সেখানে ২ কিশোরীর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়। কাউকে জানালে ফল ভয়াবহ হবে বলেও নির্যাতিতাদের হুমকি দেয় অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, ভয়তে বাড়ি ফিরে কাউকে কিছু জানায়নি নির্যাতিতারা। তবে, এক কিশোরী যন্ত্রণা ও অসুস্থতার কথা জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসকরা জানতে পারেন ধর্ষণের কথা। কিন্তু, নির্যাতিতা কিশোরী কথা বলার মতো অবস্থায় ছিল না। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ দ্বিতীয় কিশোরীর কথাও জানতে পারে।
তার সঙ্গে কথা বলে পুলিশ গোটা ঘটনা জানতে পারে। ওই কিশোরীর বয়ানের ভিত্তিতে ২ অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে ২২ বছরের গণেশ নিকামকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় নাবালককে।
এরমধ্যেই, হাসপাতালে ভর্তি হওয়া কিশোরীর অবস্থা আচমকা খারাপ হয়ে পড়ে। সে কোমায় চলে যায়। অবশেষে বুধবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।