আর্থ ডে ২০২০: ৫০ বছর পূর্তিতে এবারের থিম ‘ক্লাইমেট অ্যাকশন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2020 01:04 PM (IST)
মানবসভ্যতার ভবিষ্যৎ এবং পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন।
নয়াদিল্লি: প্রতি বছর ২২ এপ্রিল দিনটি পালন করা হয় ‘আর্থ ডে’ হিসেবে। এ বছর এই বিশেষ দিনটির ৫০ বছর পূর্তি। এবারের থিম ‘ক্লাইমেট অ্যাকশন’। আর্থ ডে ওয়েবসাইটে এই দিনটি সম্পর্কে বলা হয়েছে, ‘আর্থ ডে ২০২০-র থিম হল ক্লাইমেট অ্যাকশন। জলবায়ু পরিবর্তনের বিশাল চ্যালেঞ্জের পাশাপাশি যে সুযোগও আছে, সেটাই আর্থ ডে-র ৫০ বছর পূর্তিতে আলোচ্য বিষয়। মানবসভ্যতার ভবিষ্যৎ এবং পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন।’ ১৯৭০ সালে প্রথমবার ‘আর্থ ডে’ পালিত হয়। সেবার মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানুষ রাস্তায় নেমে পরিবেশের প্রতি ঔদাসিন্যের প্রতিবাদে সরব হন। কলেজের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হন। সমুদ্রের জলে তেল মিশে দূষণ ছড়ানো, ধোঁয়াশা, পরিবেশ দূষণ রোখার জন্য যে লড়াই সেদিন শুরু হয়েছিল, তা আজও চলছে। আশার কথা একটাই, এখন দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন। এখন সারা বিশ্বে ১৯০টি দেশে পালিত হয় ‘আর্থ ডে’। এই দিন গাছ লাগানো হয়, সবাই দূষণ রোখার শপথ নেন, বিভিন্ন পণ্য পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। তবে এ বছর করোনা ভাইরাসের জেরে অনেক দেশেই লকডাউন জারি থাকায় অন্যান্যবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে না দিনটি।