ভুবনেশ্বর: ওড়িশায় যে স্বাস্থ্যকর্মী ও সহায়করা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের যদি এই মারণ ভাইরাসের কারণে মৃত্যু হয়, তাহলে রাজ্য সরকার শহিদের মর্যাদা দেবে। তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এছাড়া তাঁদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এমনই জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


শেষ খবর পাওয়া পর্যন্ত ওড়িশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। একজনের মৃত্যু হয়েছে এবং ২৪ জন সেরে উঠেছেন। ওড়িশা সরকার এই ভাইরাসের মোকাবিলায় সক্রিয়। পাশাপাশি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকেও সজাগ দৃষ্টি রয়েছে সরকারের।

এ বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সবার কাছে আমার আবেদন, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সহায়ক কর্মীরা নিজেদের কথা না ভেবে যে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তার জন্য তাঁদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সব সরকারি কর্মীর অবসরের দিন পর্যন্ত তাঁদের পরিবারের লোকজন পূর্ণ বেতন পাবেন। দয়া করে মনে রাখবেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজে বাধা দিলে বা তাঁদের অসম্মান করলে সেটা সরকারের বিরুদ্ধে কাজ হবে। সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’