মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারি বাসভবনে মোতায়েন ২ মহিলা পুলিশকর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এঁদের একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর ও অন্যজন কনস্টেবল। মুম্বইয়ের মালাবার হিলে উদ্ধবের বাসভবন বর্ষায় মোতায়েন ছিলেন তাঁরা।
উদ্ধব অবশ্য বান্দ্রার বাসভবনেই আছেন, সরকারি কাজকর্মেই শুধু বর্ষায় আসেন তিনি। যদিও গত কয়েক সপ্তাহে এসেছেন বেশ কয়েকবার, কারণ এই বাসভবনে প্রযুক্তিগত সবরকম সুযোগসুবিধে রয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত পুলিশকর্মীরা ১ বা ২ দিন ডিউটি দিয়েছিলেন, তারপর করোনা ধরা পড়ে। এএসআইকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারান্টাইন করা হয়েছে আরও ৬ পুলিশকর্মীকে। শুধু উদ্ধবের বাড়ি নয়, দক্ষিণ মুম্বইয়ের এই মালাবার হিলে আরও বহু মন্ত্রী ও ভিআইপির বাস। তাঁদের শারীরিক ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন পুলিশকর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আর উদ্ধব এখানে না থাকলেও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরকারি কাজকর্মে এখানে নিয়মিত এসেছেন।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৪৯ জন পুলিশকর্মীর করোনা ধরা পড়েছে। এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সব থেকে বেশি, ৪,৬০০ পার করেছে। মারা গিয়েছেন ২০০-র বেশি মানুষ।
করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মোতায়েন ২ পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2020 09:34 PM (IST)
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৪৯ জন পুলিশকর্মীর করোনা ধরা পড়েছে। এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সব থেকে বেশি, ৪,৬০০ পার করেছে। মারা গিয়েছেন ২০০-র বেশি মানুষ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -