মুম্বই: আজ বার্ষিক আর্থ ডে। আর এই দিনে পরিবেশ সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করতে গুগলও একটি ডুডল তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টিই তুলে ধরেছে গুগল ডুডল (Googl Doodle)। উল্লেখ্য, ১৯৭০ সালে আজকের দিনেই আধুনিক পরিবেশ আন্দোলনের জন্ম। এরপর থেকেই প্রতি বছর ধরে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়ে আসছে। ডুডলসটি গ্রহের চারপাশে চারটে বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তনের ছবি প্রদর্শিত করেছে।


ডুডলে যেই ছবিগুলো প্রদর্শিত হয়েছে


প্রথম ডুডলে তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় হিমবাহের গলে যাওয়ার বাস্তব চিত্রটি তুলে ধরা হয়েছে। টাইম-ল্যাপসে ব্যবহৃত ছবিগুলি মূলত ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি ডিসেম্বরে তোলা হয়েছে। ডুডলের অন্য ছবিটি ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি ডিসেম্বরে তোলা গ্রিনল্যান্ডের সার্মারসুক-এ হিমবাহের ছবি দেখায়। গুগল হোমপেজে তৃতীয় যে ছবিটি দেখা যাচ্ছে তাতে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের। সেখানে লিজার্ড দ্বীপের প্রবালের ছবিটি ভেসে আসছে। ডুডলে ব্যবহৃত এই ছবিগুলো ২০১৬ সালে মার্চ থেকে মে মাস পর্যন্ত তোলা হয়েছে। চতুর্থ এবং শেষ ডুডলটিতে দেখানো হচ্ছে জার্মানির এলেন্ডের হার্জ বন দেখাবে। যা ক্রবর্ধমান তাপমাত্রা, তীব্র খরা ও পতঙ্গের উপদ্রবের জন্য ধ্বংস হয়ে গিয়েছে। যেই ছবিগুলো দেখানো হয়েছে ডুডলে তা ১৯৯৫-২০২০ পর্যন্ত প্রতি ডিসেম্বরে তোলা।



কীভাবে শুরু হয়েছিল বিশ্ব আর্থ ডে


১৯৭০ সালে প্রথমবার ২২ এপ্রিল আর্থ ডে বা ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়েছিল। তারপর থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে ইউনেসকো সম্মেলনে কর্মীরা পৃথিবীকে রক্ষার জন্য একটি দিন নির্দিষ্ট করেছিল।



জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমেরিকার প্রচুর মানুষ রাস্তায় নেমে ছিলেন। সকলের উদ্দেশ্য ছিল একটাই, পৃথিবীতে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। সেই থেকে সূত্রপাত। তারপর থেকে প্রথম পালিত হচ্ছে দিনটি। প্রতি বছর এই দিনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সচেতনতা শিবির গড়ে তোলা হয়। বার্তা দেওয়া হয় পরিবেশ রক্ষার।