মস্কো: এবার আমেরিকার প্রতি পাল্টা নিষেধাজ্ঞার রাস্তায় হাঁটল রাশিয়া (Russia)। বৃহস্পতিবার আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের (Kamala Harris) উপর নিষেধাজ্ঞা আরোপ করল ভ্লাদিমির পুতিনের সরকার। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) উপরেও। নিষেধাজ্ঞা জারি করে একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া। সেখানে মোট ২৯ জন আমেরিকানের নাম রয়েছে। ওই তালিকাতেই রয়েছে কমলা হ্যারিস ও মার্ক জুকারবার্গের নাম। 


আমেরিকার পাল্টা:
বৃহস্পতিবারই ফের ইউক্রেনের (Ukraine) দিকে সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের (US Dollar) সামরিক আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই সাহায্য। তারপরেই এমন নিষেধাজ্ঞা ঘোষণা রাশিয়ার। 


আরও নিষেধাজ্ঞা:
আমেরিকার আইনসভার সদস্য এবং কানাডার (Canada) ৮৭ জন আইনসভার সদস্যদের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার। যুদ্ধ শুরুর সময় থেকে রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করার লক্ষ্যে একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা (America)। তা নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছে রাশিয়া। ইউক্রেনের পরিস্থিতি জটিল করার জন্য আমেরিকার বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে রাশিয়া। আমেরিকার কাজের পাল্টা হিসেবে রাশিয়ার এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


আমেরিকার পদক্ষেপ:
সরাসরি যুদ্ধে না নামলেও ইউক্রেনকে প্রচুর অর্থ ও সামরিক সাহায্য করছে আমেরিকা। এছাড়া, সুইফট ব্যাঙ্কিং সিস্টেম (SWIFT Banking System) থেকে রাশিয়াকে সরানো, রাশিয়ার বিমানে নিষেধাজ্ঞা, রাশিয়ার তেল ও গ্যাসে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। যা নিয়ে প্রথম থেকে ক্ষোভ উগরে দিয়েছে পুতিন সরকার। রাশিরায় সবচেয়ে বড় ব্যাঙ্ক (Bank) ও আর্থিক সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় ধাক্কা দেওয়ার লক্ষ্য রয়েছে আমেরিকার। এছাড়াও, পুতিনের দুই মেয়ে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও তাঁর পরিবার এবং আরও কিছু মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বাইডেন প্রশাসন।


আরও পড়ুন: রাশিয়া নিয়ে বড় সিদ্ধান্ত টাটা স্টিলের, ভারতের ওপর পড়বে প্রভাব ?