নয়াদিল্লি: একের পর এক ভূকম্পনে কেঁপে উঠছে দেশের উত্তরভাগ। রাজধানী দিল্লি, গুজরাতের পর এবার জম্মু কাশ্মীর। অবশ্য সম্প্রতি কম্পন অনুভূত হয় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও।
মঙ্গলবার সকালে উপত্যকার ঘুমই ভাঙল ভূকম্পন আতঙ্কে। প্রথম কম্পন অনুভূত হয় সকাল ৭টা নাগাদ। জানা গেছে, কম্পনের উৎসস্থল তাজিকিস্তানের রাজধানী থেকে ৩০০ কিলোমিটার দূরে। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৮। মোটামুটি ১০ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
গতকাল থেকে এই নিয়ে ৫ বার কেঁপে উঠল উপত্যকার মাটি।
- সোমবার সকাল থেকে তিনবার মৃদু ভূকম্পন হয় উপত্যকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৫।
- রবিবার গুজরাতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
- ১০ জুন ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিগলিপুরে।
- ৯ জুনও ভূকম্পন হয় কাশ্মীরে।