গুয়াহাটি: একের পর এক পরবর্তী কম্পন। বুধবার বিনিদ্র রাত কাটল অসনের বিস্তীর্ণ অংশের মানুষের। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ২০ বার পরবর্তী কম্পন অনুভূত হল মধ্য ও উত্তর অসমে। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার তীব্র ভূমিকম্পের পর একাধিক পরবর্তী-কম্পন রাতের ঘুম কাড়ল মানুষের। উল্লেখ্য, অসমে বুধবার সকালের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, আহত হয়েছেন ১০ জন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গত বুধবার উত্তর অসমের শোনিতপুরে সকাল ৭.৫১ টায় ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গ সহ উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, প্রতিবেশী দেশ ভুটান ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।
এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের ১৭ কিমি গভীরে প্রধান কম্পনের পর বুধবার সকালের পর বৃহস্পতিবার বিকেল ৪.১৭ টা পর্যন্ত রিখটার স্কেলে ২.৩ থেকে প্রায় ২০ টি পরবর্তী কম্পন হয়েছে। শোনিতপুর ছাড়াও নগাওঁ, মোরিগাওঁ জেলায় এই পরবর্তী কম্পনগুলি অনুভূত হয়েছে।
বুধবারের ভূমিকম্পে শোনিতপুর, তেজপুর, নগাওঁ, মোরিগাওঁ ও সংলগ্ন এলাকাগুলিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য কিছু পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটির বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা।
দারাং, কামরূপ, মেট্রো, নগাওঁ ও শোনিতপুর জেলায় কমপক্ষে ১০ জন জখম হয়েছেন বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন অ্যাপার্টমেন্ট, ঘরবাড়ি ও হোটেলের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ ব্যহত হয়েছে।
অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, দমকল ও অত্যাবশ্যক পরিষেবা, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসমের ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা করে দেখা হচ্ছে।
ভূমিকম্পের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।
ভূমিকম্পের পরই সোনোওয়াল পরিস্থিতি পর্যালোচনায় ঢেকিয়াজুলিতে যান। ভূমিকম্পে জখমদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।