কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেছেন, গাজর খেলে শরীরে ভিটামিন এ, পটাসিয়াম আর অ্যান্টি অক্সিড্যান্ট তৈরি হয়। এর ফলে রাতকানা রোগের হাত এড়ানো সম্ভব। ভারতে এই রোগের প্রাবল্য যথেষ্ট। গাজর খেলে দূষণ সংক্রান্ত রোগের বিরুদ্ধে লড়াই করা যায়।
দিল্লিতে এই মুহূর্তে দূষণের মাত্রা ভয়াবহ। গতকাল দূষণ ছিল গত ৩ বছরে সবথেকে বেশি। সন্ধে ৭টার সময় দূষণ মাত্রা একিউআই ছিল ৪৯০ যা অত্যন্ত বেশি। পরিবেশ সংস্থার বক্তব্য, শুক্রবারের দূষণের ৪৬ শতাংশ কারণ ছিল খড় জ্বালানো। শনিবার তা কমে ১৭ শতাংশ হয়, আর রবিবার আনুমানিক ১২ শতাংশ।