মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ দাবি করে, ১ ফেব্রুয়ারি শাহিনবাগে গুলি চালানো কপিল বৈশলা আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। পুলিশের এই দাবি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। কপিলের পরিবারের অবশ্য পাল্টা দাবি, তাঁর সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, আদর্শ আচরণবিধি জারি থাকার সময় পুলিশ আধিকারিকরা কোনও রাজনৈতিক দলের নামে অভিযোগ করতে পারেন না। কিন্তু বিধিভঙ্গ করেছেন ডিসিপি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। শাহিনবাগের বন্দুকবাজকে আম আদমি পার্টির সদস্য বলে দাবি, দিল্লির পুলিশকর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 11:53 PM (IST)
নির্বাচন কমিশন সূত্রে খবর, আদর্শ আচরণবিধি জারি থাকার সময় পুলিশ আধিকারিকরা কোনও রাজনৈতিক দলের নামে অভিযোগ করতে পারেন না।
নয়াদিল্লি: সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে শাহিনবাগের বন্দুকবাজকে আম আদমি পার্টির সদস্য বলে দাবি করায় ডিসিপি রাজেশ দেওকে দিল্লির বিধানসভা নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দিল্লি পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘দেওয়ের আচরণ অবাধ ও ন্যায্য ভোটগ্রহণের পক্ষে উপযুক্ত নয়। সেই কারণে তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজ দেওয়া যাবে না।’