নয়াদিল্লি:দিল্লি বিধানসভা নির্বাচনে মডেল টাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী কপিল মিশ্রকে কারণ দর্শানোর নোটিস দিল নির্বাচন কমিশন। শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকারীদের পিছনে পাকিস্তানি মদত থাকার ইঙ্গিত দিয়ে গতকাল ৯ ফেব্রুয়ারির ভোটকে ভারত, পাকিস্তানের লড়াই বলে উল্লেখ করেন মিশ্র। এজন্য তাঁকে শো কজ নোটিস পাঠিয়ে আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত জবাব পাঠানোর সময় দিয়েছে কমিশন। তার মধ্যে জবাব না পাঠালে বা পাঠালেও তা সন্তোষজনক না হলে তাঁকে আর কোনও নোটিস না দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কমিশন। গতকাল একগুচ্ছ ট্যুইটে আমআদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপি হওয়া মিশ্র বলেন, পাকিস্তান শাহিনবাগে ঢুকেছে। দিল্লিতে অনেক মিনি পাকিস্তান তৈরি হচ্ছে। শাহিনবাগ, ছন্দবাগ, ইন্দ্রলোকে ভারতের আইন চলে না। দিল্লির রাস্তার দখল নিয়েছে পাকিস্তানি দাঙ্গাবাজরা।


নির্বাচন কমিশনের মডেল আচরণবিধি অনুসারে, কোনও দল বা প্রার্থী এমন কিছু করবে না যাতে ভিন্ন ধর্ম, জাত, সম্প্রদায় বা ভাষার মানুষের মধ্যে চলতি মতবিরোধ তীব্রতর হতে পারে বা উত্তেজনা বাড়তে পারে। মডেল আচরণবিধির ১ (১) ধারা ও ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩এ) ধারা লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করে রিটার্নিং অফিসার মিশ্রকে নোটিস পাঠিয়ে জবাবদিহি করতে বলেছেন।
যদিও নিজের বক্তব্যে অটল মিশ্র জানিয়ে দিয়েছেন, তিনি কোনও ভুল করেছেন বলে মনে করেন না। বলেছেন, এ দেশে সত্যি বলা অপরাধ নয়। আমি যা সত্যি, তাই বলেছি। নিজের বক্তব্য বহাল রাখছি। পাশাপাশি মিশ্র বলেছেন, শাহিনবাগে রাস্তা দখল করা হয়েছে। স্কুল-কলেজ, অফিস, হাসপাতালে যেতে পারছে না লোকজন। উত্তেজক স্লোগান উঠছে। নির্লজ্জভাবে মনিশ শিসোদিয়া বলছেন, তিনি শাহিনবাগের পাশে আছেন , যার অর্থ এটা রাজনৈতিক আন্দোলন।
মিশ্রের গতকালের বক্তব্য সম্পর্কে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন।