মুম্বই: অর্থপাচারের মামলায় দলীয় প্রধান রাজ ঠাকরেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পাঠানোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। দলীয় মুখপাত্র সন্দীপ দেশপাণ্ডের দাবি, ‘এ বছরের লোকসভা নির্বাচনের প্রচারে আলোড়ন ফেলে দেন রাজ ঠাকরে। মানুষের উপর তার প্রভাব পড়ে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে সেই চ্যালেঞ্জ এড়াতেই তাঁকে ইডি-র নোটিস পাঠানো হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা।’


আই এল অ্যান্ড এফ এস গ্রুপের লোন ইক্যুইটি ইনভেস্টমেন্ট ‘কোহিনূর সিটিএনএল’-এর অর্থ না দেওয়ার অভিযোগের তদন্তে এমএনএস প্রধান ছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীর ছেলে উমেশকেও সমন পাঠিয়েছে ইডি। দেশপাণ্ডের অবশ্য দাবি, ‘কোহিনূর চুক্তি অনেক পুরনো। ঠাকরে দীর্ঘদিন আগেই এটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কেন্দ্র এতদিন পরে কেন তদন্ত করছে সেটা আমি বুঝতে পারছি না। ইডি আমাদের কণ্ঠরোধের একটি মাধ্যম হয়ে উঠেছে। যদি কোনও ধারণার বশবর্তী হয়ে রাজ ঠাকরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার, তাহলে আমরা পথে নেমে প্রতিবাদ জানাব।’

মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিশ মহাজন অবশ্য এমএনএস-এর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘রাজ যদি কোহিনূর চুক্তিতে কোনও গোলমাল না করে থাকেন, তাহলে তাঁর ভয়ের কারণ নেই। কোনও রাজনৈতিক কারণে এই নোটিস পাঠানো হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি স্বশাসিত সংস্থা। এই সংস্থার কাজকর্ম নিয়ে আমাদের কিছু বলার নেই।’