ট্রেন্ডিং

খাল পরিদর্শনে নেমে কলকাতার পুরসভার আধিকারিকদের ভর্ৎসনা মেয়র পারিষদ তারক সিংয়ের

মা-বাবাকে 'খুনের' পর বনগাঁয় গিয়ে হামলা ! হামলাকারীকে ছিনতাইয়ের চেষ্টায় থানা ভাঙচুর, জখম পুলিশকর্মী-সহ ৫

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজ্যসরকারকে আক্রমণে শতরূপ ঘোষ

ডায়মন্ড হারবার থানার পাশে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন, বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ !

"আমি এখনও বলব উপায় আছে..." চাকরিহারাদের জন্য রাজ্যকে কোন উপায়ের বার্তা পদত্যাগী সাংসদ জহর সরকারের
আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপ I রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
আগামীকাল চাঁদের কক্ষপথে চন্দ্রযান ২
২২ জুলাই জিএসএলভি এম কে ৩-এম ১-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ২।
Continues below advertisement

বেঙ্গালুরু: আগামীকাল চাঁদের কক্ষপথে স্থাপন করা হচ্ছে চন্দ্রযান ২-কে। আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ইসরো চেয়ারম্যান কে শিবান জানিয়েছেন, ‘আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে চাঁদের কক্ষপথে স্থাপন করা হবে চন্দ্রযান ২-এর লিকুইড ইঞ্জিন। কাজটি চ্যালেঞ্জিং।’
ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চাঁদের ভূপৃষ্ঠের ১০০ কিমি দূরত্বে প্রদক্ষিণ করার জন্য আরও চারটি ধাপ অতিক্রম করতে হবে চন্দ্রযান ২-কে। এরপর ২ সেপ্টেম্বর মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিক্রম ল্যান্ডার। ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ করবে বিক্রম।
২২ জুলাই জিএসএলভি এম কে ৩-এম ১-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ২। এরপর ধাপে ধাপে কক্ষপথের পরিধি বাড়িয়ে চাঁদের ভূপৃষ্ঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই মহাকাশযানকে। প্রথম মহাকাশযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান ২।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে