সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ইডি এদিন আরও জানায়, তাদের জেরায় মাইকেল ইতিমধ্যে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর নাম করেছেন, এমনকী ওই ‘ইতালিয় মহিলার ছেলের’ কথাও বলেছেন, কী করে তিনি ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী’ হচ্ছেন, উল্লেখ করেছেন তাও। তবে কোন পরিপ্রেক্ষিতে সনিয়ার নাম করেছেন মাইকেল, তা পরিষ্কার নয়।
দুবাই থেকে ভারতে প্রত্যর্পণের মাধ্যমে ফেরানোর পরই গত ২২ ডিসেম্বর মাইকেলকে গ্রেফতার করে ইডি। এখানকার আদালতে তোলা হলে চপার মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে সাতদিনের ইডি হেফাজতে পাঠানো হয়। এই সংক্রান্ত সিবিআই মামলায় তাঁকে আগে তিহার জেলে রাখা হয়েছিল।
বিশেষ বিচারক অরবিন্দ কুমারকে ইডি আরও জানায়, কীভাবে হ্যালকে বাদ দিয়ে টাটাকে ডিলে ঢোকানো হয়, তা ব্রিটিশ নাগরিক মাইকেল জেরায় জানিয়েছেন। মাইকেলকে জেলের বাইরে থেকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তাঁর আইনজীবীদের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারির দাবি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।