২২ বছরের আবদুল্লাহ পাকিস্তানের খাইবার পাখচুনওয়ালা প্রদেশের সোয়াট জেলার বাসিন্দা। তাঁর বাড়ি মিনোগ্রা গ্রামে। গত বছর ২৫ মে সন্ধেয় তিনি ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠান দেখছিলেন। অনুষ্ঠানের পর জিরো লাইন টপকে এপারে এসে বিএসএফ-কে বলেন, তাঁর শাহরুখ ও কাজলের সঙ্গে দেখা করার ইচ্ছে। বেআইনিভাবে সীমান্ত টপকানোর জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাঠিয়ে দেওয়া হয় অমৃতসরের জেলে।
তবে জেলে বসেও তাঁর প্রিয় নায়ক-নায়িকার সঙ্গে দেখা করার অদম্য আগ্রহ একটুও কমেনি। ভারত সরকারকে চিঠি লেখেন, শাহরুখ-কাজলের সঙ্গে তাঁকে দেখা করিয়ে দেওয়ার জন্য। সহজবোধ্য কারণে কোনও উত্তর আসেনি। অবশেষে বুধবার আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরলেন আবদুল্লাহ। তাঁর আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশীরা মালা পরিয়ে বরণ করেন তাঁকে।
আবদুল্লাহ বলেছেন, শাহরুখ-কাজলের সাক্ষাৎ পেতে তিনি আগে ভিসার আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন প্রত্যাখ্যান করে দিল্লি। তাই মরিয়া হয়ে উঠে সরাসরি সীমান্ত টপকান তিনি।
তবে এভাবে আর বেআইনিভাবে ভারতে আসবেন না আবদুল্লাহ। কোনও পাক নাগরিক যাতে বেআইনিভাবে ভারতে প্রবেশ না করেন, সে জন্যও তিনি আবেদন করেছেন।