নয়াদিল্লি: আজ জম্মু-কাশ্মীর সহ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ার পর এটাই জম্মু ও কাশ্মীরে প্রথম ইদুজ্জোহা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষজন যাতে নির্বিঘ্নে ইদুজ্জোহা পালন করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য তাঁদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। স্থানীয় লোকজন যাতে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটার জন্য ৩০০টি বিশেষ টেলিফোন বুথ খোলা হয়েছে। আজ ব্যাঙ্ক, এটিএম, বিভিন্ন বাজারও খোলা থাকবে। ইদুজ্জোহা ও আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১৪৪ ধারা বহাল থাকলেও, ইদের আগে গতকাল জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ শিথিল করা হয়। ব্যাঙ্ক, এটিএম, বাজার খোলে। স্থানীয় বাসিন্দাদের নমাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার অনুমতিও দেওয়া হয়।
জম্মু-কাশ্মীর সহ সারা দেশে পালিত হচ্ছে ইদুজ্জোহা, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2019 10:46 AM (IST)
সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ার পর এটাই জম্মু ও কাশ্মীরে প্রথম ইদুজ্জোহা।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -