নয়াদিল্লি: আগামীকাল ঈদ। লকডাউনের নিয়ম মেনে বহু জায়গাতেই কাটছাঁট হয়েছে ঈদের উৎসবে। আজ রাতের আকাশে চাঁদ দেখার পর থেকেই শুরু খুশির ঈদের উৎসব। তবে এই বছরের ঈদে নেই একসঙ্গে নমাজ পড়া,  গত একমাস হয়নি একসঙ্গে রোজা পালন। লকডাউনের নিয়ম মেনে ঈদেও নিষেধ সমস্তরকম জমায়েত। নিয়ম মেনে কী করে পালন করবেন ঈদ? রইল বাড়িতে থেকেই ঈদে আনন্দ করার বিভিন্ন উপায়।

  • ঘর সাজানোয় থাকুক উৎসবের ছোঁয়া


সারা বছরের ঘর সাজানো তো রয়েছেই, তবে ঈদ উপলক্ষ্যে হোক নতুন কিছু। ঘরে রাখতে পারেন শুভ চিহ্ন। বিভিন্ন গান বা মিউজিকও তৈরি করতে পারে উৎসবের আবহ। ব্যবহার করতে পারেন মিনিয়েচার বিভিন্ন আলোও।

  • পছন্দের সাজ - পোশাক


ঈদে পরবেন বলে তুলে রেখেছিলেন পছন্দ করে কেনা নতুন পোশাক? বাইরে বেরোতে পারবেন না বলে মন খারাপ? বাড়ির প্রিয় মানুষদের জন্যই হোক এই বছরের ঈদের সাজ। পরে ফেলুন নতুন পোশাক, মনের মতো সাজুন। পছন্দের সাজ সবসময় মন ভালো করে দেয়। বাড়িতে সবার সঙ্গেই পালন হোক এই বছরের ঈদের উৎসব।

  • বাড়িতেই নমাজ


পরিবারের সঙ্গেই নমাজ পড়ুন। সবার আগে সুরক্ষা ও সুস্থতা। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে এবার চার দেওয়ালের মধ্যেই চলুক নমাজ ও প্রার্থনা। এতে পরিবারের সবার সম্পর্কের উন্নতিও হবে।

  • ভার্চুয়াল শুভেচ্ছায় ভাসুক ঈদ


প্রিয়জনের বাড়িতে যাওয়া নিষেধ? প্রযুক্তির যুগে দূরত্ব তো কেবল ভিডিও কলের এপার ওপার। প্রিয়জনের সঙ্গে ভিডিও কল করুন, নিদেনপক্ষে ফোন, হোয়াটসঅ্যাপ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সুরক্ষা বজায় রেখেই আদান প্রদান করুন ঈদের শুভেচ্ছা। নতুন পোশাকে সেজে ভিডিও কলেই আসবে উৎসবের আমেজ।

  • ভিডিও কলে মুখোমুখি ইফতার


একসঙ্গে সবাই বসে ইফতার করুন রোজা শেষে। তবে মধ্যে থাকুক ভিডিও কলের দূরত্ব। উৎসবের আনন্দ করুন পরিস্থিতি মাথায় রেখে, সুরক্ষা নিয়ে।

  • হিসাব করে খাবার


ঈদ পালন হোক বিভিন্ন সুস্বাদু খাবারে। বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের পদ। বাইরের খাবার এখন এড়িয়ে চলাই ভালো। তবে পরিমিত খাবার খান, সুস্থ থাকুন।

  • সুরক্ষা বজায় থাকুক


খুশির ঈদে ভুলে যাবেন না লকডাউনের নিয়ম। অযথা জমায়েত করবেন না। ব্যবহার করুন মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার। বাইরে বেরোলেও বাড়ি ফিরে মেনে চলুন নিয়মবিধি।


সুরক্ষা মেনেই পালন হোক এই বছরের ঈদ, বজায় থাকুক সুস্বাস্থ্য।