ইনফিনিক্স হট ৯ প্রো ( Infinix Hot 9 Pro )
ফ্লিপকার্ট টিজার পেজে সম্ভবত এই ফোনের ছবি শেয়ার করেছে। ফোনের পিছন দিকে চারটি ক্যামেরা রয়েছে। একটি ফিঙ্গারিং সেন্সরও আছে। ফোনের ব্যাক সাইডে ডিটিএস অডিও ব্র্যান্ডিংও দেখা যাচ্ছে। ক্যামেরা সেট আপ নিয়ে আলাদা করে সাইটে কিছু বলা না থাকলেও, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, তা দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ায় যে ইনফিনিক্স হট ৯ ফোনটি প্রকাশ্যে আনা হয়, তাতে অবশ্য প্রাইমারি শুটার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। তাই অনুমান, ফ্লিপকার্টে দেওয়া ছবিটি ইনফিনিক্স হট ৯ প্রো ফোনেরই।
ইনফিনিক্স হট ৯ -র ফিচার:
ডিসপ্লে ৬.৬০ inch
প্রসেসর MediaTek Helio A25
সামনের ক্যামেরা 8-megapixel
পিছনের ক্যামেরা 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
স্টোরেজ 128GB
ব্যাটারি 5000mAh
অপারেটিং সিস্টেম Android 10