ইদ উপলক্ষে ট্যুইট দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কাল ভারতে ইদ, জানালেন জামা মসজিদের শাহি ইমাম, শুভেচ্ছা রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda | 04 Jun 2019 10:33 PM (IST)
ইদ উপলক্ষে ট্যুইট দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
নয়াদিল্লি: আগামীকাল দেশজুড়ে পালিত হবে ইদ-উল-ফিতর। আজ এমনই ঘোষণা করেছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি আজ চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠক করেন। এরপরেই জানানো হয়, চাঁদ দেখা গিয়েছে। ফলে বুধবারই ভারতে ইদ পালিত হবে।