নয়াদিল্লি: লিঙ্গসমতার সূচকে ১২৯টি দেশের মধ্যে ৯৫ নম্বরে ভারত। দারিদ্র্য, স্বাস্থ্য, শিক্ষা, সাক্ষরতা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং কর্মক্ষেত্রে সমতার নিরিখে এই সূচক তৈরি করা হয়েছে। স্বাস্থ্য, ক্ষুধা ও পুষ্টি এবং জ্বালানির ক্ষেত্রে ভারত সাফল্য পেলেও, শিল্প, পরিকাঠামো ও উদ্ভাবন, জলবায়ু, অংশীদারিত্বের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

২০১৮ সালে ভারতের সংসদে মহিলা সদস্য ছিলেন ১১.৮ শতাংশ। সুপ্রিম কোর্টেও মহিলা বিচারপতির সংখ্যা যথেষ্ট নয়। এছাড়া সমাজের অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের অবস্থান বিশেষ ভাল না হওয়ার কারণেই ভারত পিছিয়ে পড়েছে। চিন আছে ৭৪ নম্বরে। বাংলাদেশ (১০২), নেপাল (১১০) ও পাকিস্তান (১১৩) ভারতের পিছনে রয়েছে। এক নম্বরে আছে ডেনমার্ক।