মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর বিজয়ী জোটের দুই শরিক বিজেপি ও শিবসেনার সংঘাতের প্রেক্ষাপটে এবার নয়া মোড়। শিবসেনা তাদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিল প্রবীণ বিধায়ক একনাথ শিণ্ডেকে। বিজেপির সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে শিবসেনা কোনও সমঝোতায় পৌঁছেছে কিনা, তা এখনও জানা যায়নি। এর প্রেক্ষাপটে শিবসেনার নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শিণ্ডেকে পরিষদীয় দলনেতা বেছে নেওয়াকে শিবসেনার সুর নরম করার ইঙ্গিত হিসেবে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পরিষদীয় দলনেতা হিসেবে শিণ্ডের নাম প্রস্তাব করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে তথা সদ্য নির্বাচিত বিধায়ক আদিত্য ঠাকরে। এই পদের জন্য আদিত্যর নামও আলোচনার মধ্যে ছিল।
দলীয় সূত্রের খবর, শিবসেনার বিধায়ক দলের নেতা হিসেবে আদিত্যকে বেছে নেওয়ার ব্যাপারে উদ্ধব একেবারেই ইচ্ছুক ছিলেন না। যদিও এর আগে জানা গিয়েছিল, আদিত্যর দলের বিধায়কদের নেতা হিসেবে নির্বাচন কার্যত নিশ্চিত।


ভোটের ফল প্রকাশের পরই শিবসেনার অনেক নেতাই প্রকাশ্য আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব হন। শিবসেনাও ক্ষমতার আধাআধি ভাগের পক্ষে সওয়াল করে।
কিন্তু গতকাল বুধবার শিবসেনা জানায়, বিজেপির সঙ্গে তাদের জোট অটুট রয়েছে। এরমধ্যেই খবর আসে যে, বিজেপি শিবসেনার মন্ত্রীসভার দফতর বন্টন ও উপমুখ্যমন্ত্রী পদ তাদের দেওয়ার দাবি মেনে নিয়েছে।
এদিন যদিও শিবসেনা নেতা সঞ্জয় রাউত দলের অবস্থান নরম করার খবর খারিজ করে দিয়েছেন।