নয়াদিল্লি: জোট বেঁধে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বিজেপি ও শিবসেনা। ফলাফলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এই জোট। কিন্তু ফলাফল বেরোনোর পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন সরকার গড়তে পারেনি বিজেপি ও শিবসেনা। মুখ্যমন্ত্রী পদ আধাআধি ভাগ করে নেওয়ার ব্যাপারে শিবসেনার দাবি ঘিরে দুই শরিকের মধ্যে টানাপোড়েনের জেরেই সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে রাজনৈতিক মহলের অনুমান। এরইমধ্যে গতকাল সংবাদমাধ্যের একাংশে প্রকাশি প্রতিবেদনে শিবসেনার অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও এই ধারনা এদিন খারিজ করে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ওই খবরকে শোনা কথা অ্যাখা গিয়ে রাউত বলেছেন, মন্ত্রিসভায় বিভিন্ন পদের সমবন্টনের দাবি থেকে শিবসেনা সরে এসেছে বলে খবর বেরিয়েছে, তা পুরোটাই গুজব।
রাউত বলেছেন, জনগন সবকিছু জানেন। বিজেপি ও শিবসেনার মধ্যে যে সিদ্ধান্ত হয়েছিল, তা হবে। আমাদের অবস্থান থেকে সরে আসছি না। যদি কেউ এক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে পিছু ঘটে সে হল আমাদের শরিক। আমাদের দাবি নিয়ে এগিয়ে যাব আমরা।


শিবসেনার মধ্যে ভাঙনের সম্ভবনা সংক্রান্ত খবরও খারিজ করে দিয়েছেন রাউত। তিনি কটাক্ষের ছলে বলেছেন, যদি কেউ গুজব ছড়ায় যে ২৩ (৫৬ জনের মধ্যে) শিবসেনা বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তাহলে তারা অবশ্যই দলত্যাগী হিসেবে আদিত্য ঠাকরের নাম বলতে ভুলে গিয়েছে। আর মাত্র ২৩ জন কেন, ৫৬ জনই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে বলা হচ্ছে না কেন।
গতকাল বুধবার সাংবাদিক বৈঠকে রাউত দলের সুর নরম করার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, মহারাষ্ট্রের বৃহত্তর স্বার্থেই বিজেপি নেতৃত্বাধীন জোটে সামিল থাকা দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে তা মর্যাদার সঙ্গে কোনও আপোস করে নয়।
শিবসেনার এই রাজ্যসভা সাংসদ বলেম, ব্যক্তিগত নয়, রাজ্যের স্বার্থই গুরুত্বপূর্ণ। রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখে শান্তভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন।
শিবসেনার অবস্থান নমনীয় করার ইঙ্গিতের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বুধবার বলেছিললেন যে, খুব শীঘ্রই নতুন সরকার গঠন করবে জোট।