নয়াদিল্লি: আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2022)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হচ্ছে পঞ্জাবেও (Punjab)।


তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর। ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। শুধুমাত্র ফারুখাবাদের জন্যই ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।


অন্যদিকে, এক দফায় ভোট হচ্ছে পঞ্জাবে। ১১৭ আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ। 





ভোটের আগেই উত্তেজনা ছড়ায় পঞ্জাবে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রচার করার অভিযোগ ওঠে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির বিরুদ্ধে। অন্যদিকে, পঞ্জাব পুলিশ সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিংহ সিধুর বিরুদ্ধে মানহানির মামলা করেন চণ্ডীগড়ের ডেপুটি পুলিশ সুপার।


আজ উত্তরপ্রদেশের যে জেলাগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে আছে হাথরস, ফিরোজাবাদ, এটা, কাসগঞ্জ, মৈনপুরী, ফারুখাবাদ, কনৌজ, এটাওয়া, আউরিয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালাউন, ঝাঁসি, ললিতপুর, হামিরপুর ও মাহোবা।


আজ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হবে। তিনি কারহল বিধানসভা কেন্দ্রে প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিংহ বাঘেল।


আজ অখিলেশের কাকা শিবপাল সিংহ যাদবেরও ভাগ্য নির্ধারণ হবে। তিনি যশবন্তনগর কেন্দ্রে প্রার্থী।


পঞ্জাবের মোগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। তিনি জয়ের বিষয়ে আশাবাদী। মালবিকা বলেছেন, ‘আমি অত্যন্ত ইতিবাচক। অনেকেই আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন। বিদেশ থেকেও অনেকে ফোন করছেন। অনেকেই আমাকে ভোট দেবেন বলেছেন। যদি মানুষের মনে হয় সোনু সুদ একজন তারকা, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে। আশা করি আমি জয় পাব।’