নয়াদিল্লি: আজ ৫০ বছরে পা দিলেন টেসলা-র সিইও এলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন মা মায়ে মাস্ক। ছোট্ট এলনকে কোলে নিয়ে দাঁড়িয়ে যুবতী মায়ে। ছবি শেয়ের করে লিখলেন, '৫০ বছর আগে এই দিনটি তুমি আমায় দিয়েছিলে।'


সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাপিবার্থডে এলন হ্যাশট্যাগ। সকালবেলাই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন মা মায়ে। মায়ে মাস্ক এলনের মা ও একজন কানাডার মডেল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে একরত্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মায়ে। আর তাঁর সেই কোলের বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি টেসলা-র সিইও এলন মাস্ক। ৯৬ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এই ছবিটি।


ছবিটিতে একটি হার্ট ইমোজি দিয়েছেন খোদ এলন মাস্ক।


হামেশাই নিজের পরিবারের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মায়ে মাস্ক। পেশায় তিনি একজন মডেল। মায়ের সোশ্যাল মিডিয়ায় রয়েছে ছোট্ট এলন ও তাঁর ভাই কিম্বল মাস্কের একাধিক ছবি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল আই লাভ ইউ এলন হ্যাশট্যাগ। তখনও সোশ্যাল মিডিয়ায় এলনের একটি মিষ্টি একটি ছোটবেলার ছবি। এর আগের জন্মদিনে ছোট্ট এলনের একটি ছবি শেয়ার করেছিলেন মা মায়ে। সেই ছবিতে দেখা গিয়েছিল, নিজের জন্মদিনের কেকের দিকে তাকিয়ে খুশিতে উচ্ছসিত এলন।



সম্প্রতি আয়কর বিতর্কে জড়িয়ে গিয়েছিল এলন মাস্কের নাম। অভিযোগ ছিল, ২০১৮ সালে কোনও আয়কর দেননি এলন মাস্ক। এই অভিযোগ সামনে আসার পরেই অবশ্য ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছে তাঁদের মধ্যে বাফে, ব্লুমবার্গ জানিয়েছিলেন, নির্দিষ্ট আয়কর দিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এলন মাস্ক।


অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসেই বিটকয়েনে বিনিয়োগের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েছিল মাস্কের সংস্থা টেসলা। কিছুদিন আগেই সেই ঘোষণা করে মাস্কের সংস্থা।