নয়াদিল্লি: দিল্লির করোনাভাইরাস সংক্রমিত রোগীদের ওপর পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপি প্রয়োগ করে উতসাহজনক ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করলেন অরবিন্দ কেজরিবাল। শুক্রবার ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের এক শীর্ষ ডাক্তারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের চার রোগীর ওপর গত কয়েকদিনে আমরা প্লাজমা থেরাপি প্রয়োগ করেছি। এখনও পর্যন্ত তার ফল আশাব্যঞ্জক। আগামী কয়েকদিনে এমন পরীক্ষা আরও হবে বলে জানান তিনি।
ক্রমশঃ সুস্থ হয়ে ওঠা করোনাভাইরাস রোগীর দেহ থেকে প্লাজমা নিয়ে একজন সঙ্কটাপন্ন রোগীর শরীরে সঞ্চালিত করা হয় এই থেরাপিতে। ধীরে ধীরে ভাল হতে থাকা করোনাভাইরাস রোগীর শরীরে অ্যান্টিবডি থাকে ভালরকম, তা একজন বিপন্ন রোগীর ঘুরে দাঁড়ানোয় সহায়ক হতে পারে বলে আশা করছেন ডাক্তাররা।
কেজরিবাল একইসঙ্গে এও বলেন, এটা সবে মাত্র প্রাথমিক ফল। করোনাভাইরাস সারানোর ওষুধ পেয়ে গেলাম, ধরে নেওয়া ঠিক হবে না। শুধুমাত্র একটা আশার আলো দেখা যাচ্ছে। ওই চার রোগীর দুজন শীঘ্রই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো অবস্থায় চলে আসবেন, ওঁদের একজনের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল বলেও জানান তিনি।
দিল্লিতে মোট ২৩৭৬টি কোভিড-১৯ সংক্রমণের খবর মিলেছে এপর্যন্ত, মারা গিয়েছেন ৫০ জন।
ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের ডিরেক্টর এস কে সারিন বলেন, চার রোগীর ওপর পরীক্ষার ফল ইতিবাচক হচ্ছে দেখে আমরা খুশি। এলএনজেপি হাসপাতালের অন্য ২-৩ জন রোগীর জন্য রক্ত, প্লাজমা তৈরি রয়েছে। হয়তো আজই ওদের তা দেওয়া হবে ওদের। যদি ১০ জন রোগীর চিকিত্সা প্লাজমা থেরাপি প্রয়োগ করে চালানো যায়, তবে সেটাই ভাল শুরু হতে পারে বলেও জানান তিনি।
কেজরিবাল বলেন, একমাত্র করোনাভাইরাস থেকে সেরে ওঠা লোকেরা তাঁদের প্লাজমা দিলেই আমরা এই চিকিত্সা এগিয়ে নিয়ে যেতে পারব। যাঁরা স্বেচ্ছায় প্লাজমা দিতে এগিয়ে আসবেন, তাঁরা প্রকৃত দেশপ্রেমের পরিচয় দেবেন।
সব পরীক্ষামূলক জমা থেরাপি প্রয়োগে সাফল্য এলে দিল্লি কেন্দ্রের কাছে সব সঙ্কটজনক করোনাভাইরাস রোগীর ওপর তা ব্যবহারের অনুমতি চাইবে বলেও জানান কেজরিবাল।