নয়াদিল্লি: এ যেন শুরুতেই শেষ। বিশ্ব বিখ্যাত ব্রাজিলের ফুটবলার নেইমারের মায়ের সঙ্গে তাঁর তরুণ প্রেমিকের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হচ্ছে। জানা গেছে, তরুণ প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন নেইমারের মা ৫২ বছরের নাদিন গনকালভেস। কিছুদিন আগেই নাদিনের সঙ্গে ২২ বছরের ভিডিও গেমার থিয়াগো রামোসের সম্পর্কের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু ১৫ দিনেরও কম সময়ের মধ্যেই নাদিন তাঁর ছেলে নেইমারের চেয়ে ছয় বছরের ছোট প্রেমিক রামোসের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলেন। জানা গেছে, তাঁর সঙ্গে পরিচয়ের আগে রামোস বিভিন্ন পুরুষের সঙ্গে ডেট করেছিলেন। এ কথা জানতে পেরেই সম্পর্কের বিচ্ছেদ ঘটালেন নাদিন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রামোসের সঙ্গে সম্পর্কের ঘোষণা করেছিলেন নাদিন। ছবিতে তাঁকে একটি বাগানে রামোসের সঙ্গে দেখা গিয়েছিল। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘যা কিছুর ব্যাখ্যা নেই, তা বর্ণনাতীত...’




২০১৬-তে নাদিনের সঙ্গে নেইমারের বাবা তথা এজেন্ট ওয়াগনের রিবেইরো-র বিবাহবিচ্ছেদ ঘটে। ২৫ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ার পর তাঁর এই নতুন সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল ব্রাজিলের সংবাদমাধ্যমে। আর এজন্য সারা দুনিয়া থেকে প্রশংসা ও সমর্থন পেয়েছেন তিনি।
মায়ের নতুন সম্পর্কে তাঁর যে কোনও আপত্তি নেই, তা জানিয়ে দিয়েছিলেন নেইমারও। নাদিনের শেয়ার করা ছবিতে নেইমার মন্তব্য করেছিলেন, খুশি থাকো, মা, তোমাকে ভালোবাসি।
নাদিনের প্রাক্তন স্বামীও শুভেচ্ছা জানিয়েছিলেন। একটি ইমোজি-র মাধ্যমে তিনি যে নাদিনের সিদ্ধান্তে খুশি, তা জানিয়ে দিয়েছিলেন তিনি।
ডেইলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রামোস নেইমারের ব্যক্তিগত সেফ মাউরো-র সঙ্গে ডেট করেছিলেন। আর এ ঘটনা ঠিক প্যারিস সেন্ট-জার্মাইনের তারকার মায়ের সঙ্গে সম্পর্ক তৈরির আগে। রামোস ব্রাজিলিয় তারকা তথা কমেডিয়ান কার্লিনহো মাইয়ার সঙ্গেও ডেট করেছিলেন বলে অভিযোগ।
ওই সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রামোস এখন নাদিনের প্রাসাদোপম বাড়ি ছেড়ে নিজের পরিবারে ফিরে গিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে খেলায় মেতে থাকার একটি ভিডিও রামোস ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
রামোস ৪কে ইজি নামে একটি গেমিং টিমের সদস্য ও মডেল ও জিম-উত্সাহী। তিনি ২৮ বছরের নেইমারের ফ্যান এবং ২০১৭-তে নেইমারকে মেসেজও পাঠিয়েছিলেন। ওই বার্তায় রামোস লিখেছিলেন, তুমি অসাধারণ। তোমার মতো খেলোয়াড়ের অনুরাগী হিসেবে কীভাবে আবেগ বর্ণনা করা যায়, তা আমার জানা নেই। তোমাকে খেলতে থেকে আমি উদ্দীপ্ত হই, আশা করি, একদিন তোমার সঙ্গে দেখা হবে, তোমার ভাই হয়ে উঠব এবং একসঙ্গে খেলব। আমি জানি, একদিন তোমার সঙ্গে দেখা হবে। কারণ, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি কখনও হাল ছাড়ি না। ভালো থেকো, খুশি থেকো, সাফল্য অর্জন করো।