চেস্টার লে স্ট্রিট: বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তানের ক্ষীণ আশাও জিইয়ে রাখল আয়োজক দেশ। ৯ ম্যাচে ১২ পয়েন্ট হল ইংল্যান্ডের। সমসংখ্যক ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। পাকিস্তান এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্টে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের নেট রান রেট +০.১৭৫। পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২।
তবে সেমিফাইনালে উঠতে গেলে রীতিমতো অসাধ্যসাধন করতে হবে পাকিস্তানকে। শেষ ম্যাচে বাংলাদেশকে বিরাট বড় ব্যবধানে হারাতে হবে। কীরকম সেই অঙ্ক?
প্রথমে ব্যাট করে চারশো রান তুললে বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে হবে। সাড়ে চারশো তুলতে পারলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। যা কার্যত অসম্ভব দেখাচ্ছে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।
বুধবার প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৫/৮। ৯৯ বলে ১০৬ রান জনি বেয়ারস্টোর। ৬০ রান করেন জেসন রয়। অইন মর্গ্যানের ৪২ রান। জবাবে ৪৫ ওভারে ১৮৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ স্কোরার টম ল্যাথাম (৬৫ বলে ৫৭ রান)। তিন উইকেট মার্ক উডের।
ম্যাচের সেরা হয়েছেন বেয়ারস্টো। তিনি বলেন, 'আমি ভীষণ খুশি। জানতাম শেষের দিকে সমস্ত ম্যাচই মরণ-বাঁচন লড়াই।মাঝে দুটো ম্যাচে ভাল খেলতে পারিনি। নিউজিল্যান্ড শক্তিশালী দল। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হয়েছে।'
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড, অসাধ্য সাধন করলে তবেই খুলবে পাকিস্তানের সেমিফাইনালের দরজা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 12:28 AM (IST)
সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন জনি বেয়ারস্টো
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -