তবে সেমিফাইনালে উঠতে গেলে রীতিমতো অসাধ্যসাধন করতে হবে পাকিস্তানকে। শেষ ম্যাচে বাংলাদেশকে বিরাট বড় ব্যবধানে হারাতে হবে। কীরকম সেই অঙ্ক?
প্রথমে ব্যাট করে চারশো রান তুললে বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে হবে। সাড়ে চারশো তুলতে পারলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। যা কার্যত অসম্ভব দেখাচ্ছে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।
বুধবার প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৫/৮। ৯৯ বলে ১০৬ রান জনি বেয়ারস্টোর। ৬০ রান করেন জেসন রয়। অইন মর্গ্যানের ৪২ রান। জবাবে ৪৫ ওভারে ১৮৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ স্কোরার টম ল্যাথাম (৬৫ বলে ৫৭ রান)। তিন উইকেট মার্ক উডের।
ম্যাচের সেরা হয়েছেন বেয়ারস্টো। তিনি বলেন, 'আমি ভীষণ খুশি। জানতাম শেষের দিকে সমস্ত ম্যাচই মরণ-বাঁচন লড়াই।মাঝে দুটো ম্যাচে ভাল খেলতে পারিনি। নিউজিল্যান্ড শক্তিশালী দল। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হয়েছে।'