বার্মিংহ্যাম: বিশ্বকাপ চলাকালীন এক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন বিরাট কোহলির দলের এক সদস্য। প্রাক্তন ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের সমালোচনার জবাবে পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় চাঁচাছোলা ভাষায় নিজের বক্তব্য পেশ করলেন বাঁহাতি অলরাউন্ডার।
বিশ্বকাপের কোনও ম্যাচেই ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি জাডেজা। ফিল্ডিংয়ে পরিবর্ত হিসাবে নেমে অবশ্য নজর কেড়েছেন। ভারতের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতার পর কোনও কোনও মহল থেকে জাডেজাকে খেলানোর দাবি উঠেছিল। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলিদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ইঙ্গিত দিয়েছিলেন যে, জাডেজাকে প্রথম একাদশে খেলানো হতে পারে। যদিও বাস্তবে তা হয়নি। জাডেজাকে মাঠের বাইরেই বসতে হয়।
ভারত-বাংলাদেশ ম্যাচে জাডেজাকে না খেলানোর সিদ্ধান্ত সমর্থন করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে কাজ করা মঞ্জরেকর। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছিলেন, ‘আমার কাজ চালানোর মতো ক্রিকেটার পছন্দ নয়। পঞ্চাশ ওভারের ক্রিকেটে জাডেজা এখন সেটাই। টেস্টে ও পুরোপুরি বোলার। ওয়ান ডে-তে ওকে না খেলিয়ে আমি হলে একজন ব্যাটসম্যান আর একজন স্পিনার খেলাতাম।’
বুধবার মঞ্জরেকরকে তীব্র আক্রমণ করেছেন জাডেজা। জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মঞ্চকে। জাডেজা লিখেছেন, ‘আমি আপনার দ্বিগুণ ম্যাচ খেলেছি। এখনও খেলে চলেছি। যারা কিছু অর্জন করেছে তাদের সম্মান করতে শিখুন। সঞ্জয় মঞ্জরেকর, আপনার বাজে কথা ঢের শুনেছি।’
জাডেজাকে সমর্থন করেছেন বাংলার ক্রিকেটার তথা বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। তিনি টুইট করেন, ‘শুধু তোমাকে একা নয়, ওঁর বাজে কথা সকলকেই শুনতে হয়েছে।’ মঞ্জরেকর পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি।
আপনার দ্বিগুন ম্যাচ খেলেছি, সফলদের সম্মান করতে শিখুন, মঞ্জরেকরের সমালোচনার জবাবে আক্রমণ জাডেজার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 10:59 PM (IST)
ভারত-বাংলাদেশ ম্যাচে জাডেজাকে না খেলানোর সিদ্ধান্ত সমর্থন করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে কাজ করা মঞ্জরেকর
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -