নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগে আজ রাতে প্রয়াত হলেন নোবেলজয়ী আর কে পচৌরি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের পক্ষ থেকে এক শোকবার্তায় বর্তমান ডিরেক্টর জেনারেল অজয় মাথুর জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডিরেক্টর আর কে পচৌরির মৃত্যুর খবর জানাচ্ছি। সংস্থার প্রত্যেকে এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের পাশে আছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সংস্থা গড়ে তোলেন এবং এগিয়ে নিয়ে যান।’

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়ায় নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় পচৌরিকে। সেখানে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। মঙ্গলবার থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল।

২০০৭ সালে প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর ও পচৌরিকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। তাঁর মৃত্যুর খবরে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।