'এক্সপায়ারি ডেট ঠিক করেন জনগণ, আমার এক্সপায়ারি ডেট মমতার জানা থাকলে তিনিই বলুন,' এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে মমতার আক্রমণের জবাব দিলেন নরেন্দ্র মোদি
ABP Ananda, Web Desk | 05 Apr 2019 08:09 AM (IST)
এবিপি আনন্দকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার। কথা বললেন মমতার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার কটাক্ষ, রাজ্যে ভোটে হিংসা সহ নানা বিষয়ে।
# কংগ্রেস বিভাজনের ভাষা বলে- এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। # কংগ্রেসি ইস্তাহার হতাশাজনক, ইস্তাহারে শর্টকাট করেছে তারা। # দেশবাসী কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি পরীক্ষা করে দেখুন। #পরিস্থিতি অনুকূল হলে আফস্পা নিয়ে সিদ্ধান্ত। অরুণাচল ও উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। # আইন নিয়ে আমরা ছেলেখেলা করি না, দেশদ্রোহ আইন বেশি ব্যবহার করেছে কংগ্রেস। # আইন না থাকলে জাতীয় পতাকা জ্বালানো বন্ধ করা যাবে না। # এমন দেশ আমরা চাই, যেখানে আফস্পা থাকবে না। কিন্তু আগে আফস্পা তোলার মত পরিস্থিতি হোক। # দেশের নিরাপত্তা বিষয়ে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার হতাশাজনক। ইস্তাহারে বিচ্ছিন্নতাবাদীদের গন্ধ আসা বিপজ্জনক। # আমাদের সরকার ১৪০০ অবিতর্কিত, পুরনো আইন বাতিল করেছে। # কাশ্মীরের উন্নতির জন্য ন্যূনতম কর্মসূচি নিয়ে কাজ করতে চেয়েছিলাম। মুফতি মহম্মদ সইদ ও মেহবুবা মুফতির কর্মপদ্ধতি আলাদা। # ভাল কিছু করতে চেয়েছিলাম, হয়নি। জোট ছেড়েছি। # আইন না থাকলে দেশদ্রোহীদের বিরুদ্ধে কেমন করে পদক্ষেপ হবে। আদালতের ওপর আমাদের ভরসা করা উচিত। # অটলজি আর আমিই শুধু কংগ্রেসের প্রধানমন্ত্রীদের মত নই। # দেশের জওয়ানদের আত্মবিশ্বাস কতটা ভেঙেছে কংগ্রেস? # জম্মু-কাশ্মীরের সব ঘরে বিদ্যুৎ-শৌচালয় পৌঁছনোর কাজ শেষ। জম্মু-কাশ্মীর সঠিক পথে এগোচ্ছে। # জঙ্গি হামলার সময় বাসে করে এলাকা পরিদর্শন করেছি, আগে যা হামলা হত, এখন তার থেকে কম হচ্ছে। # গোটা বিশ্ব জানে না, সরকার না সেনা- পাকিস্তানে কার সঙ্গে কথা বলতে হবে। # জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। # আমাদের সমস্যা চিনের সঙ্গেও আছে কিন্তু সম্পর্কও আছে। # ৬০ বছর শাসনের বদলে ৬০ মাস কাজ করতে চেয়েছিলাম। ৬০ মাসের কাজ সকলকে সন্তুষ্ট করতে পারলে খুশি। # এয়ার স্ট্রাইকের প্রমাণ পাকিস্তান নিজেই টুইট করে দিয়েছে। বিপদ হল, এ দেশেও পাকিস্তানের সুরে কথা বলা হচ্ছে। # আমি গভীর রাত পর্যন্ত জেগে এয়ার স্ট্রাইকের খবর নিই। শেষে রাত ৩.৪০ নাগাদ খবর পাই, সকলে সুরক্ষিতভাবে ফিরে এসেছেন। # সেনারা ফিরে আসার পরেও ঘুমোইনি, ইন্টারনেটে দেখছিলাম, কোথাও হট্টগোল হচ্ছে কিনা। # প্রিয়ঙ্কাকে রাজনীতিতে আনা কংগ্রেসের ব্যক্তিগত সিদ্ধান্ত। # কংগ্রেস কি এত গরিব, যে আর নেতা আসেন না? # রাহুল-প্রিয়ঙ্কার মধ্যে কে ভাল জানি না, ব্যক্তিগত পরিচিতি নেই। # রাহুল যদি পুরনো আসন ছেড়ে পালান, তাঁকে প্রশ্ন করার সব অধিকার বিজেপি কর্মী-সমর্থকদের রয়েছে। # গালিগালাজকে গহনা বানাই আমি, শুধু ঈশ্বরকে ভয় করি। # ২০১৪-তে বারাণসীতে আমাকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি। # বিচ্ছিন্নতাবাদীদের প্রতি নরম মনোভাব দেখিয়ে দেশের কোনও লাভ হবে না। # পুলওয়ামা সন্ত্রাসের মত ঘটনা সামলানোর জন্য মানসিক ভারসাম্য দরকার। বরেলি থেকে বিমান ধরার জন্য দ্রুত সড়কপথে এসেছিলাম। # সেনাদের দেখে বুঝতে পারি, আমার ক্লান্ত হওয়ার সময় আসেনি। # রামমন্দির আমরা সকলেই চাই, তবে সংবিধানকে মানি। # নোটবাতিলের ফলে মানুষ এখন সৎভাবে কর দিচ্ছেন, কমেছে কালো টাকার প্রকোপ। # রাহুলের নাম করি না, নামদার পরিবারের সদস্যের নাম করার হিম্মত নেই। # ন্যাশনাল হেরাল্ড মামলা আমি সরকারে আসার আগে, কংগ্রেস মামলা চেপে রেখেছিল কেন? # সকলেরই এক্সপায়ারি ডেট থাকে, ঠিক করে জনগণ, আমার এক্সপায়ারি ডেট কবে জানি না, মমতা জানলে তিনিই বলুন। # বাংলার ভোটে হিংসা চিন্তার বিষয়। #অমিত শাহ বহুবার বিধানসভা ভোটে জিতেছেন, মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর লোকসভা ভোটে লড়া স্বাভাবিক। # দেশ চালানোর জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত জরুরি। # গণতন্ত্রে ভোট সবথেকে বড় উৎসব, যাকে খুশি ভোট দিন কিন্তু ভোট দিন অবশ্যই। # ২বারই ক্ষমতায় থাকি বা ১০ বার, দেশের মানুষের স্বার্থরক্ষায় সর্বক্ষণ চেষ্টা করব।