নয়াদিল্লি: কাল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ১০ মার্চ একসঙ্গে উত্তরপ্রদেশ, মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab), উত্তরাখণ্ড (Uttarakhand) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলপ্রকাশ।


উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের আগে থেকেই ফল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কাল ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা শুরু হবে কাল বিকেল চারটেয়। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন, এবার উত্তরপ্রদেশের মানুষ কোন দলকে বেছে নিচ্ছেন।


কাল বিকেল চারটে থেকে এবিপি নিউজ চ্যানেলে দেখা যাবে সি ভোটার সমীক্ষা। টিভির পর্দা ছাড়াও এই বুথ ফেরত সমীক্ষা দেখা যাবে এবিপি নিউজের ওয়েবসাইট, ইউটিউব, হটস্টারে। এবিপি নিউজের ওয়েবসাইটের লাইভ টিভি লিঙ্ক হল https://news.abplive.com//amplive-tv/amp । এবিপি নিউজের ইংরাজি ওয়েবসাইট https://news.abplive.com//amp, হিন্দি ওয়েবসাইট https://www.abplive.com//amp এবং ইউটিউব লিঙ্ক হল https://www.youtube.com/user/abpnewstv


এবিপি নিউজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতেও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এবিপি নিউজের ইংরাজি ওয়েবসাইটের ফেসবুক পেজের লিঙ্ক হল facebook.com/abplive। এবিপি নিউজের হিন্দি ওয়েবসাইটের ফেসবুক পেজের লিঙ্ক হল facebook.com/abpnews। এবিপি নিউজের ট্যুইটার পেজের লিঙ্ক হল twitter.com/abpnews। এবিপি নিউজের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক হল https://www.instagram.com/abpnewstv/


এবিপি লাইভেও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, সি ভোটার সমীক্ষা সহ ভোট এবং ভোটের সংক্রান্ত যাবতীয় খবর জানা যাবে। কাল সকাল থেকে উত্তরপ্রদেশের ভোট সংক্রান্ত সব খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বিরুদ্ধে প্রার্থী ভিম আর্মির চন্দ্রশেখর আজাদ। এছাড়াও এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ছিলেন কংগ্রেসের অজয় কুমার লালু এবং সমাজবাদী পার্টির স্বামীপ্রসাদ মৌর্য। যোগীর মন্ত্রিসভা ছেড়ে যিনি যোগ দেন অখিলেশের দলে।


এরই মধ্যে অখিলেশের সমর্থনে প্রচারে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীতে তাঁকে বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়।