নয়াদিল্লি: ভারতে টিকটক অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রচুর। কিন্তু কিছুদিন আগে কেন্দ্র সরকার এই অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে ফেসবুক টিকটকের ধাঁচেই তাদের অ্যাপে ছোট ভিডিও ফিচার নিয়ে আসতে চলেছে। আপাতত, তা পরীক্ষার পর্যায়ে রয়েছে। অ্যাপে এই ফিচারের জন্য দেওয়া হবে আলাদা সেকশন, যেখানে থাকবে একটি ক্রিয়েট বাটন।
ফেসবুক অ্যাপে ইউজাররা ক্রিয়েট বাটনে ক্লিক করলে ফেসবুক অ্যাপে ক্যামেরা অন হয়ে যাবে, যাতে ভিডিও শ্যুট করা যাবে। ভিডিও তৈরি করা ছাড়াও ইউজাররা অন্যান্য ইউজারদের ভিডিও-ও দেখতে পারবেন। ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ইদানিং ছোট ভিডিও খুব জনপ্রিয়। এর পরিপ্রেক্ষিতেই এই ফিচার নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফেসবুক এর আগেও এমন অ্যাপ নিয়ে এসেছিল।
সীমান্তে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কেন্দ্র টিকটক সহ চিনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করেছে। টিকটক ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ভারতের ফেসবুকের ইউজারও প্রচুর। এ জন্যই কোম্পানি এ ধরনের ফিচার নিয়ে আসছে। এর আগে ফেসবুক শর্ট ভিডিও অ্যাপ লাসো লঞ্চ করেছিল। কিন্তু তা পর্যাপ্ত জনপ্রিয়তা পায়নি। পরে তা বন্ধ করে দিতে হয়।