গতকাল রাত থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কোনও পোস্ট করতে বা ছবি আপলোড করতে সময় লাগছিল। বেশ কয়েকবার রিট্রাই অপশন দেখা যায়।
মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ট্যুইটারে ব্যবহারকারীরা এ ব্যাপারে অভিযোগ করেন। অনেকেই স্ক্রিনশট শেয়ার করেন যাতে কোম্পানির বিজ্ঞপ্তিতে লেখা ছিল, রক্ষণাবেক্ষনের কারণে ফেসবুক ডাউন রয়েছে। কিছু সময়ের পরেই ঠিক হয়ে যাবে।
ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুক ট্যুইটের মাধ্যমে জানায়, যত শীঘ্র সম্ভব বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে হ্যাকার হানার আশঙ্কাও খারিজ করে দেওয়া হয়।