১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, জলন্ধর থেকে গ্রেফতার ভুয়ো জ্যোতিষী
Web Desk, ABP Ananda | 04 Oct 2018 07:05 PM (IST)
হায়দরাবাদ: পুজোর মাধ্যমে অবসাদ কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পঞ্জাবের জলন্ধর থেকে গ্রেফতার করা হল এক ভুয়ো জ্যোতিষীকে। তার নাম আকাশ ভার্গব ওরফে আকাশ শর্মা (১৯)। তাকে ট্রানজিট ওয়ার্যান্টে জলন্ধর থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের এক প্রযুক্তিবিদ চাকরি হারানোর পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সেই অবস্থায় তিনি পেশাগত ও পারিবারিক সমস্যা মেটানোর জন্য অনলাইনে আকাশের কাছ থেকে সাহায্য চান। প্রথমে পুজো করার জন্য ২,০০০ টাকা দাবি করে এই ভুয়ো জ্যোতিষী। পরে সে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২.৯৭ লক্ষ টাকা জমা দিতে বলে। বিশেষ পুজোর নামে আরও টাকা চেয়ে ওই প্রযুক্তিবিদের উপর চাপ দিতে থাকে আকাশ। এই ঘটনার কথা জানতে পেরে এ বছরের অগাস্টে পুলিশের দ্বারস্থ হন ওই প্রযুক্তিবিদের মা। তাঁর অভিযোগের ভিত্তিতে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, আকাশের বাবা একজন সাধারণ মানের জ্যোতিষী ছিলেন। তাঁর বিশেষ পসার ছিল না। অনলাইনে মানুষের সঙ্গে প্রতারণা করে সহজে টাকা রোজগার করাই আকাশের লক্ষ্য ছিল। সে আটটি ওয়েবসাইট খোলে। যাঁরা ই-মেল বা ফোনে তার সঙ্গে যোগাযোগ করত, তাঁদের মেসেজ পাঠিয়ে সমস্যা জেনে নিত আকাশ। এরপরেই পুজোর মাধ্যমে সমস্যা মেটানোর জন্য সে টাকা দাবি করত।